ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সিএনজি-অটোরিকশায় ইয়াবা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
রাজধানীতে সিএনজি-অটোরিকশায় ইয়াবা, আটক ১

ঢাকা: রাজধানীর শনির আখড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে ১ হাজার ২৩০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১০। এই ইয়াবা বহনে রনি (৩০) নামের একজনকেও আটক করা হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়ায় র‌্যাবের চেকপোস্টে সিএনজিটি থামিয়ে ইয়াবা উদ্ধারের পর রনিকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলানিউজকে জানান, বাগেরহাটের বাসিন্দা রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। বুধবার সন্ধ্যায় র‌্যাবের চেকপোস্টে আটক হয়েছে সে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।