ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আরবান হেলথ্ কেয়ার সার্ভিসেস কর্মীদের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরবান হেলথ্ কেয়ার সার্ভিসেস কর্মীদের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: ২০১৫ সালের পে-স্কেল বহাল রাখা ও ১০ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কর্মীরা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৮ সালে শহর অঞ্চলের  মানুষ বিশেষ করে দারিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যে কথা চিন্তা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প চালু করেন।

প্রতি ৫ বছর পর পর নতুন করে দরপত্রের মাধ্যমে এনজিও নির্বাচিত করে প্রকল্পটি পরিচালিত করা হয়। বিগত প্রতিটি ফেইজে দরপত্র প্রক্রিয়ায় কর্মীদের বেতন ও গ্রেড নির্ধারণ করে এনজিওর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।  

যেখানে প্রতিটি পার্টনারশিপ এলাকায় কর্মীদের বেতন গ্রেড ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রায় সমান ছিল। কিন্তু দুঃখের বিষয় বর্তমান দরপত্র আহ্বানে কর্মীদের বেতন গ্রেড নির্ধারণ না করে প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ফলে অন্যান্য খরচের বাজেট কমোনোর সুযোগ না থাকায় এনজিওরা সর্বনিন্ম দরদাতা হওয়ার জন্য কর্মীদের বেতন কমানোর মহাউৎসবে মেতে ওঠে।

তারা আরও বলেন, বর্তমানে আমরা আরবানের ২ হাজার ৯০০ কর্মী বিগত ১০ মাস যাবত বেতন পাচ্ছি না। তারপরেও আমরা স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রেখেছি।

২০১৫ সালের জাতীয় বেতন স্কেল বহাল রেখে সব পার্টনারশিপ এলাকায় পদানুযায়ী সমান বেতন ও সব কর্মীদের চাকরিতে বহাল রাখা হোক। একইসঙ্গে বিগত ১০ মাসের বকেয়া বেতন-বোনাস পরিশোধের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
 
মানববন্ধনে কয়েকশ কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।