ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় চিত্রা হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
মঠবাড়িয়ায় চিত্রা হরিণ উদ্ধার

‌পি‌রোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বেতমোর থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (৩১ জানুয়া‌রি) সকালে দক্ষিণ বেতমোর গ্রামের মমিন হাওলাদারের বাড়ির সামনে থেকে হ‌রিণ‌টি‌ উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে উপ‌জেলার দ‌ক্ষিণ বেত‌মোর গ্রা‌মে স্থানীয়রা হরিণটি দেখ‌তে পায়।

খবর পে‌য়ে স্থানীয়দের সহোযোগিতায় পুলিশ হরিণটি উদ্ধার করে। পরে বন-বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শওকত আনোয়ার বাংলানিউজকে জানায়, হরিণটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বগী স্টেশন কর্মকতা মিজানুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, হরিণটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।