ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ইটভাটায় অভিযান, চার জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ভোলায় ইটভাটায় অভিযান, চার জনের জেল-জরিমানা

ভোলা: লাইসেন্স না থাকা ও কাঠ পোড়ানোর দায়ে ভোলায় তিন ইটভাটা মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সাইমুন ব্রিকস-১, সাইমুন ব্রিকস-২ ও ৭ স্টার ব্রিকসকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন এ জেল-জরিমানা করেন।
 
এসময় চার জনকে ছয় মাসের জেল ও তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র জানায়, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ইটভাটা স্থাপনের লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে সাইমুন ব্রিকস-১, সাইমুন ব্রিকস-২, ৭ স্টার ব্রিকস এর চার জনকে ছয় মাসের জেল ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- ৭ স্টার ব্রিকসের আকতার হোসেন, সাইবুল হাসান, সাইমুন ব্রিকস-২ এর সাহারুল আমিন ও সাইমুন ব্রিকস-১ এর সুমন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।