ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জুবলীর পড়াশুনার দায়িত্ব নিলেন বরগুনা জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
জুবলীর পড়াশুনার দায়িত্ব নিলেন বরগুনা জেলা প্রশাসক জুবলীর হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার মেধাবী ছাত্রী নূরে জান্নাত জুবলীর পড়াশুনার দায়িত্ব নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ কক্ষে ডেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে বুয়েটের শিক্ষার্থী জুবলীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে তার শিক্ষার দায়িত্ব নেন জেলা প্রশাসক।  

জানা যায়, বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের দর্জি জাহাঙ্গীর হোসেনের বড় মেয়ে নূরে জান্নাত জুবলী জিপিএ-৫ পেয়ে ২০১৬ সালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাস খানেক আগে দেখা করতে আসেন বরগুনা জেলা প্রশাসকের সঙ্গে।  

জুবলীর মা মাকসুদা বেগম জানান, তার মেয়ে বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির টাকা ও ঢাকায় রেখে মেয়েকে পড়ানোর সামর্থ্য তাদের নেই। তাদের এহেন অবস্থা শুনে জেলা প্রশাসক কবীর মাহমুদ এক কথায় বলেন আপনার মেয়েকে বুয়েটে পড়ানোর দায়িত্ব আমার।

আনন্দের অশ্রু চোখে শিক্ষার্থী জুবলী বলেন, আমি বুঝেছিলাম আমার পড়াশুনা হবে না। জেলা প্রশাসক আমাকে যে সুযোগ দিয়েছেন সেটা আমি কখনো বৃথা হতে দেবো না।  

বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশে অনেক গরীব মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের যদি আমরা সাহায্য করতে পারি তাহলে দেশ উন্নতির স্বর্ণ চূড়ায় পৌঁছে যাবে।  

তিনি আরও বলেন, জুবলীকে আমার নিজস্ব মোবাইল নম্বর দিয়েছি। যেকোনো প্রয়োজনে যেন সহজেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।