ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাক-মাহেন্দ্র খালে পড়ে আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
সাতক্ষীরায় ট্রাক-মাহেন্দ্র খালে পড়ে আহত ৩ নিয়ন্ত্রণ হা‌রিয়ে ট্রাক-মাহেন্দ্র খালে। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদাহ ব্রিজের রে‌লিং ভেঙে ট্রাক ও মাহেন্দ্র খালে পড়ে তিনজন আহত হয়েছেন। 

বৃহস্প‌তিবার (৩১ জানুয়া‌রি) রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে একজন মাহেন্দ্রচালক আব্দুল হালিম।

অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বাংলা‌নিউজকে বলেন, খুলনাগামী মাছের একটি ট্রাক শাকদাহ ব্রিজে কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রিয়ে একটি মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে ব্রিজটির রে‌লিং ভেঙে যানবাহন দু‘টি খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিস ও পু‌লিশের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। ইতোমধ্যে আহত তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।