ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে জেলার ১৩টি উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালনা কর হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও নিয়মিত বিভিন্ন মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ৬০ জনকে গ্রেফতার করা হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।