ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
বিএসএফের হাতে বাংলাদেশি আটক

নওগাঁ: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে সিরাজুল ইসলাম (৩৬) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (০১ ফ্রেব্রুয়ারি) ভোরে তাকে আটক করা হয়। সিরাজুল ইসলাম উপজেলার লাকাই বাড়ি ইউনিয়নের কাটা পুকুর গ্রামের মুকুল হোসেনের ছেলে।

 

নওগাঁ নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, ভোরে সিরাজুল ওই সীমান্তের এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েন। তাকে ফিরিয়ে আনতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।