ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচি আরও ২ দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচি আরও ২ দিন ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচির ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীতে চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। জনসচেতনতা এবং ট্রাফিকে শৃঙ্খলা আনার লক্ষ্যে শুরু করা এ কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে দুইদিন।

১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচি ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। এখন সেটা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ বাংলানিউজকে এমনই জানিয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ থেকে ৩০ জানুয়ারি এই ১৬ দিন ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলাকালে মামলা হয়েছে ৯৫ হাজার ৮৩৫টি। জরিমানা করা হয়েছে চার কোটি ৯২ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।

মামলার মধ্যে রয়েছে বাস বা মিনিবাসের বিরুদ্ধে ১৫ হাজার তিনটি, ট্রাকের ৫৩১, কাভার্ডভ্যানের ২০ হাজার ৮২৬, সিএনজিচালিত অটোরিকশার ১২ হাজার ৪৭, ট্যাক্সিক্যাবের বিরুদ্ধে ২৪টিসহ বাকি মামলা হয়েছে ভিন্ন ভিন্ন গাড়ির বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।