ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক ১ বিজিবি হেফাজত আটক আকাশ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় দুই কেজি গাঁজাসহ আকাশ (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, মাদক পাচারকারীরা ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে সাদিপুর গ্রামের একটি বাগানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দুই কেজি গাঁজাসহ আকাশকে আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন বাংলানিউজকে জানান, আটক মাদকপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।