ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ২.৯ মাত্রার কম্পন অনুভূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
সিলেটে ২.৯ মাত্রার কম্পন অনুভূত

সিলেট: সিলেটে ২ দশমিক ৯ মাত্রার কম্পন্ন অনুভূত হয়েছে। অবশ্য এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা ২৯ মিনিটের দিকে ৪৫ সেকেন্ডের এ কম্পন অনুভূত হয়।

সিলেট নগরের শাহী ঈদগাহ আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে জানান, কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে।

শাহী ঈদগাহ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।

তিনি আরও বলেন, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। সিলেটের ডাটা দিয়ে ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্রও এমন তথ্য দিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।  

আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের পার্শ্ববর্তী ভারতের ডাউকি ফল্টে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।

এর আগে গত সোমবার (১৪ জানুয়ারি) রাত ১টা ৫৫ মিনিটে কম্পনে কেঁপে ছিল সিলেট। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ২ দশমিক ৫।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।