ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় ট্রলিচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
হিজলায় ট্রলিচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় ট্রলিচাপায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লিজা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের কবির জমাদ্দারের মেয়ে।

সে উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, সকালে স্কুলে যাচ্ছিল লিজা। এসময় ইট বহনের কাজে নিয়োজিত একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনার প্রতিবাদের বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় ট্রলিটিও ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।