ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে পিকআপ ভ্যানচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
রায়পুরে পিকআপ ভ্যানচাপায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মো. সেলিম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

সেলিম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে মালবাহী পিকআপ ভ্যানটি রায়পুর থেকে হায়দরগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে চরলক্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী মাছ ব্যবসায়ী সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে সড়কের পাশের ক্ষেতে পড়ে যায়।  

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক সফিক হোসেন সরদার ও তার সহযোগী তানজিল হোসেনকে আটক করেছে।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।