ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে ট্রাকচাপায় জমিলা খাতুন (২৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন জমিলার মোটরসাইকেল চালকও।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমিলা খাতুন শ্রীরামপুরে একেএইচ গার্মেন্টসের লাইন নম্বর ১১ তে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জের নূর মোহাম্মদের মেয়ে। জমিলা ধামরাইয়ে জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, একেএইচ গার্মেন্টস ছুটির পর কর্মস্থল থেকে ভাড়া মোটরসাইকেলে করে কালামপুর বাসায় ফিরছিলেন জমিলা। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামিলা। আর আহত হন মোটরসাইকেলের চালক।

নিহত জমিলার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এছাড়া মোটরসাইকেল চালককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, নিহত জমিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।