ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজিকালে ৫ ভুয়া পু‌লিশ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
চাঁদাবাজিকালে ৫ ভুয়া পু‌লিশ সদস্য আটক

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহা‌ট উপজেলায় পু‌লিশ পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচ ভুয়া পু‌লিশ সদস্যকে আটক করেছ গোসাইরহাট থানা পুলিশ। 

রোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে গোসাইরহার পট্টি ব্রিজের ওপর মাছের গাড়িতে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।  

আটকরা হলেন- গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), একই গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৩৫), দাসেরজঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫), মহেশপট্টি গ্রামের মিয়াচান রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫) ও টেংরা গ্রামের সফিউদ্দিন মোল্যার ছেলে ফরিদ মোল্যা (৩০)।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ভোরের দিকে পট্টি ব্রিজের ওপর দিয়ে মাছের গাড়ি যাওয়ার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবজি করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।