ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টানা অবস্থানের ঘোষণা সেকায়েপ প্রকল্প শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
টানা অবস্থানের ঘোষণা সেকায়েপ প্রকল্প শিক্ষকদের প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি/ছবি- শাকিল

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট) প্রকল্পের শিক্ষকদের চাকরি স্থায়ীর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন ইংরেজি, গণিত, বিজ্ঞানের শিক্ষকরা। বেলা পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিলো।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, কেন্দ্রীয় নেতা শরিফুল আলম, হাসান আহমেদ, আকতার হোসেন, মাকসুদুর রহমান প্রমুখ।  

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৫ সালে বিশ্বব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে প্রচলিত শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে ৩টি বিষয়ে ২৫০টি উপজেলায় ২ হাজার ১০০ প্রতিষ্ঠানে ৫ হাজার ২০০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষে বিনা শর্তে সরকারি বিশেষ আদেশে এসব শিক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি স্থায়ী করার কথা। কিন্তু গত ১৩ মাসেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়।  

অবিলম্বে এসব শিক্ষকদের চাকরি স্থায়ী করার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।