ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
রামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন মানববন্ধনে রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবি তুলে ধরে

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিতসহ রাজশাহী-ঢাকা, রাজশাহী-চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচি থেকে মাদক নির্মূলসহ সবখাতে দুর্নীতি বন্ধের জোর দাবি জানানো হয়।  

বক্তারা মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

 

একইসঙ্গে রোগী ও তাদের স্বজনদের প্রতি চিকিৎসকদের দুর্ব্যবহার বন্ধ, ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, সব অব্যবস্থাপনা দূর করে রোগীবান্ধব হাসপাতাল গড়ার জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন থেকে রাজশাহীর উন্নয়নে আরো কিছু দাবি তুলে ধরেন তারা।  

এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।  

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।  

রাজশাহীরক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।  

অন্যদের মধ্যে পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, অধ্যাপক জিএম হারুন, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অঙ্কুর সেন, নারী নেত্রী কল্পনা রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইজে) সহ-সভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, টিভি সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।