ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৭০) ও সরসপুর গ্রামের রিয়াদ (২০)।

প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

লালমাই হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।