ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াইলে ২ রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
তাড়াইলে ২ রেস্টুরেন্টকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াইল বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।  

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি খাবার বিক্রি ও সংরক্ষণের দায়ে রানা রেস্টুরেন্টকে ২০ হাজার ও মায়ের দোয়া রেস্টুরেন্টকে ২০ হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 
অভিযানে জব্দ খাদ্যপণ্য ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।