ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার দাবি সাংবাদিক শিমুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলাটি আবারও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিমুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শিমুল হত্যার দু’বছর পার হলেও এখনও বিচার কার্যক্রম শুরু হয়নি।

পুলিশ চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করলেও দফায় দফায় পিছিয়েছে চার্জ গঠনের শুনানি। বার বার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানানো হলেও অদৃশ্য কারণে সাংবাদিকদের সেই দাবি পূরণ হয়নি।  

অবিলম্বে এ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে ন্যায়বিচার ত্বরান্বিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।  

শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার, দুর্নীতি নির্মূল কমিটির অধ্যক্ষ আব্দুল আজিজ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুকান্ত সেনসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

শিমুল হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা দিনভর বিভিন্ন কর্মসূচির পালন করে। এর আগে, সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালি করা হয়। এছাড়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

প্রসঙ্গত, ২০১৭ সালের ০২ ফেব্রুয়ারি দুপুরে মেয়র মীরুর বাড়ির সামনে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকি শিমুল। পরদিন বগুড়া শজিমেক হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা আরো ২০/২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।