ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮ ইয়াবাসহ আটক আট মাদকবিক্রেতা

ঢাকা: রাজধানীতে পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আট মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

রোববার (০৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

আটকরা হলেন- মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ রঞ্জু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহজাহান, শাহিদা বেগম, ইউনুছ মিয়া, শাহনাজ বেগম ও মারিয়া আক্তার রিনা।

সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহ আলী ও মিরপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ৩০ হাজার পিস ইয়াবা।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
ডিএসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।