ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩ ইটভাটায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
মানিকগঞ্জে ৩ ইটভাটায় জরিমানা ইটভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, ইট তৈরিতে পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধের দায়ে মেসার্স রুমা ব্রিকস-১, রুমা ব্রিকস-২ ও মেসার্স ন্যাশনাল ব্রিকস করপোরেশনকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
কেএসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।