ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন জাতীয় সংসদ ভবন/ফাইল ফটো

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৪ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে এই কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৩ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে রাব্বি মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নুরে আলম চৌধুরী।

সংসদ অধিবেশন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসকে/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।