ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: বরিশাল নগরের ভাটিখানা এলাকায় গলায় ফাঁস দিয়ে তৃষ্ণা (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। 

রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তৃষ্ণা নগরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিমির কুমার গুহ’র মেয়ে এবং একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

তৃষ্ণার স্বজনদের বরাত দিয়ে মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা বাংলানিউজকে জানান, টেস্ট পরীক্ষায় খারাপ করায় তৃষ্ণাকে তার বাবা-মা বকাঝকা করে। এরপর সবার অগোচরে তৃষ্ণা নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে, স্থানীয়ভাবে শোনা যাচ্ছে প্রেম সংক্রান্ত বিরোধের কারণে সে আত্মহত্যা করেছে। তবে এমন কোনো কারণ থাকলেও পরিবারের লোকজন বিষয়টি পুলিশের কাছ থেকে এড়িয়ে যাচ্ছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) তৃষ্ণার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানান এসআই।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।