ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরে মদিনা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
শিবপুরে মদিনা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী: তিন ঘণ্টা চেষ্টার পর নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরআগে, সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

>>>আরো পড়ুন...নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে আগুন

নরসিংদী ফায়ার স্টেশন সূত্র জানায়, সন্ধ্যায় মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের চারপাশে ছড়িয়ে যায়। পরে পার্শ্ববর্তী সেকশন গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবপুর, মাধবদী, পলাশ,ঘোড়াশাল ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূইয়া বাংলানিউজকে বলেন, আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।