ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
বেগমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাকের চাপায় আরেফিন তারেক (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। নিহত আরেফিন তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার বাড়ির বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, রোববার রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান এস ট্রেডার্স বন্ধ করে মোটরসাইকেলে করে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তারেক। পথে রাত ১টার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারেক।  

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।