ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘ইউনানি ওষুধ’ সেবনে ২ জনের মৃত্যুর ঘটনায় চিকিৎসক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
‘ইউনানি ওষুধ’ সেবনে ২ জনের মৃত্যুর ঘটনায় চিকিৎসক আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ সেবনে শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় পল্লী চিকিৎসক রাজিবুলকে আটক করেছে পুলিশ। 

সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।  

>>>আরো পড়ুন...কুষ্টিয়ায় ‘ইউনানি ওষুধ’ সেবনে শিশুসহ ২ জনের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নবাব বিশ্বাস অভিযোগ করে বাংলানিউজকে বলেন, আমি ইটভাটার শ্রমিক।

দুই মাস আগে আমার শরীর দুর্বল ও অবসাধ অনুভব হলে আমি স্থানীয় রাজিবুলের ফার্মেসিতে যাই। সব শুনে চিকিৎসক রাজিবুল আমাকে মেরি গোল্ড নামে একটি ইউনানি সিরাপ দেন। ওই ওষুধ সেবনের পর আমি আরও অসুস্থ্য অনুভব করি। রোববার (০৩ ফেব্রুয়ারি) রাতে আমি আবার সিরাপটা সেবন করি। তখন আমার নয় বছরের মেয়ে শামীমাও বায়না ধরে ওষুধ খাবে। ওষুধটি মিষ্টি ভেবে আমি তাকেও অল্প একটু দেই।

অপরদিকে, প্রতিবেশি নুর মহাম্মদও অবসাদ দূর করতে একই ওষুধ সেবন করেন। ওই ওষুধ খেয়েই আমার মেয়ে ও প্রতিবেশি নূর মহাম্মদ মারা যান।  

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, নবাবের অভিযোগের প্রেক্ষিতে ফার্মেসির মালিক রাজিবুলকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।