ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়ি বাজার চালু করতে প্রশাসন-সুশীল সমাজের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
পানছড়ি বাজার চালু করতে প্রশাসন-সুশীল সমাজের আহ্বান সভায় বক্তব্য রাখছেন স্থানীয় একজন ব্যবসায়ী, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি বাজার চালু করতে প্রশাসন ও সুশীল সমাজের সহযোগিতা চেয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার  (৪ ফেব্রুয়ারি) সকালে পানছড়ি বাজারে আয়োজিত এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীন ব্যবসায়ী আহাম্মদ সৈয়দ।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসিফ করিম, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ব্যবসায়ী জয় প্রসাদ দেব, কাজী এনামুল হক সওদাগর, মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠনের বাধা নিষেধের কারণে গেলো বছরের ২০ মে থেকে পানছড়ি বাজারে ক্রেতা আসা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে বন্ধ রয়েছে পণ্য পরিবহন। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হয় গেলেও বাজারের স্বাভাবিক অবস্থা চালু করতে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

বক্তারা বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেতে প্রশাসনসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।