ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে জাল নোট-দেশীয় অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
রূপগঞ্জে জাল নোট-দেশীয় অস্ত্রসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ হাজার টাকার জাল নোট, ৭০টি মোবাইল, দেশীয় অস্ত্র, পাসপোর্ট ও স্বর্ণলঙ্কার জব্দ করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সাত রিমান্ড চেয়ে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিছে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, বরপা শান্তিনগর এলাকার একটি পাঁচতলা ভবনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন মো. নুরুল আবসার চৌধুরী ও সাবিনা ইয়াসমিন চৌধুরী দম্পতি। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে অসংখ্য মামলা রয়েছে। মামলার ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার ভোরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবিনা দেশি অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে।

এসময় তাকে ছাড়াতে তার স্বামী নুরুল আবসার চৌধুরী এগিয়ে এলে তাকেও আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২৭ হাজার টাকার জাল নোট, নগদ ৭৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৭০ টি মোবাইল, দু’টি রামদা, তিনটি ছুরি, একটি চাপাতি, চারটি পাসপোর্ট, পাঁচটি অটো সিল, চারটি পেনড্রাইভ, স্বর্ণলঙ্কার ও কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়। এছাড়া বাড়ির কেয়ারটেকার সাদ্দাম হোসেন আটকও করা হয়। সাদ্দাম হোসেন বরপা শান্তিনগর এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র, জাল নোট ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।