ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতারিত হয়ে নিজেই এখন প্রতারক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
প্রতারিত হয়ে নিজেই এখন প্রতারক!

ব্রাহ্মণবাড়িয়া: মো. সোহাগ মিয়া। বয়স মাত্র ১৫। নিজের জেএসসি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র কিনে প্রতারিত হওয়ার পর এখন নিজেই বনে গেছে প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনাতয়নে সংবাদ সম্মেলন করে এমন তথ্যই জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে মো. সোহাগ মিয়া নামে ওই কিশোরকে আটক করেছে র‌্যাব।

সোহাগ দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে উপজেলার শিবনগর এলাকার মনির হোসেনের ছেলে।

র‌্যাবের দাবি,  ফেসবুক ব্যবহার করে প্রশ্নপত্র বিক্রির নামে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার যে চক্র রয়েছে- সোহাগ সে চক্রের সক্রিয় সদস্য। আখাউড়া উপজেলার ধাতুরপহেলা এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহাগকে শনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব।  

আটক করার পর জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে জেএসসি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়। এরপর প্রতারককে খুঁজতে গিয়ে নিজেই ওই চক্রে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোহাগের বিরুদ্ধে আখাউড়ায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।