ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার জাতীয় গ্রন্থাগার দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
মঙ্গলবার জাতীয় গ্রন্থাগার দিবস ...

ঢাকা: ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো আগামী মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (০৪ ফেব্রুয়ারি) গণগ্রন্থাগার অধিদফতরের কনফারেন্স কক্ষে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ও গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করতেই এই দিবসের আয়োজন।

মঙ্গলবার সকাল ৯টায় র‌্যালির মাধ্যমে গ্রন্থাগার দিবসের উদ্বোধন হবে। র‌্যালির উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার, বাংলা একাডেমি হয়ে গ্রন্থাগার অধিদফতরের সামনে গিয়ে শেষ হবে।

সেদিন বিকেল ৪টায় অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।