ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ত্রিশালে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য আটক আটক সারোয়ার হোসেন ও মাসুম বিল্লাহ।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে সারোয়ার হোসেন ও মাসুম বিল্লাহ (১৮) নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‍্যাব)।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৪'র ময়মনসিংহ সদরের কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক জানান, জেলার ত্রিশাল উপজেলার কাঠাল বাজারস্থ কালিরহাট এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই সংগ্রহ এবং ফাঁস করার পরিকল্পনা করছে।

এমন সংবাদ পেয়ে পরিপ্রেক্ষিতে রোববার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট, পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয় এবং তাদের লগইনকৃত ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ঘেটে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত আলামত পাওয়া যায়।

বাংলাদেশ সময় ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।