ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ির আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রুবেল মিয়া (২০) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজন নোয়াখালী কবিরহাট এলাকার আবু বাশারের ছেলে।

আহত রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানান, আমতলী এলাকার কাঠফুল নামক একটি খাবার হোটেলে ওই দুই শ্রমিক আলোক সাজসজ্জার কাজ করছিলেন। এসময় দোকানের সামনের একটি গাছে ঝাড়বাতি লাগানোর সময় গাছ সংলগ্ন বৈদ্যুতিক পিলারের স্পর্শে সুজন ও রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।