ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
যাত্রাবাড়ীতে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০ পিস ইয়াবাসহ আবুল কালাম (৪৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৪ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানাধীন মাছের আড়তের কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৫০ পিস ইয়াবাসহ একটি মোবাইল এবং মাদক বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটক আবুল কালাম আজাদ কক্সবাজারের লবণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে লবণ ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

আটক আবুল কালাম আজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।