ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

৬ প্রতিষ্ঠানের সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
৬ প্রতিষ্ঠানের সাড়ে ৩ কোটি টাকার পণ্য জব্দ

ঢাকা: বন্ড সুবিধার অপব্যবহার ও বন্ডেড পণ্য চোরাইপথে খোলাবাজারে বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন কোটি টাকার পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

রোববার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে রাজধানীর গুলিস্তান ও বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসময় সাতটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

 

কাস্টমস বন্ড কমিশনারেট জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাস্টমস বন্ড কমিশনারেটের দু’টি টিম ঢাকার জিরো পয়েন্ট, ইসলামপুর, বিরুলিয়া ও গুলিস্তান সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে গোল্ডটেক্স গার্মেন্টস, খান এন্টারপ্রাইজ, নীপা গার্মেন্টস, নোমান গ্রুপ, ফারদিন এক্সেসরিজ ও নাইস ডেনিম লিমিটেডের প্রায় সাড়ে তিন কোটি টাকার পণ্য জব্দ করা হয়।  

উপ-কমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে জিরো পয়েন্ট ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গোল্ডটেক্স গার্মেন্টস, খান এন্টারপ্রাইজ, নীপা গার্মেন্টস ও নোমান গ্রুপের বিভিন্ন প্রকার ফেব্রিকসও এসিটিক এসিড পণ্যসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।  
 
একইসময় সহকারী কমিশনার মো. আল আমিনের নেতৃত্বে অপর দল বিরুলিয়া বেড়িবাঁধ ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে উত্তরা ইপিজেড নীলফামারীর ফারদিন এক্সেসরিজ ও মাওনা শ্রীপুর গাজীপুরের নাইস ডেনিম লিমিটেডের পিপি দানা ও ডেনিম ফেব্রিকস পণ্যসহ তিনটি কভার্ডভ্যান জব্দ করে।  

আটক পণ্যের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। যার বিপরীতে আদায় যোগ্য শুল্ক-করাদির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। এসব ঘটনায় কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।  
 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএফআই/টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।