ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর কবলে পড়ে বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ছিনতাইকারীর কবলে পড়ে বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ

সিলেট: ছিনতাইকারীর কবলে পড়ে বিদেশ যাওয়ার স্বপ্নভঙ্গ হলো সিলেটের বাবুল মিয়ার (৪৫)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ছিনিয়ে নিল তার সঙ্গে থাকা দুই লাখ টাকা। আহত হয়ে বাবুল এখন হাসপাতালে শয্যাশায়ী।  

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৮টার দিকে সিলেট সদর উপজেলার মোগলগাঁওয়ে গালম শাহ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।  বাবুল জালালাবাদ থানার সাত নম্বর মোঘলগাঁও ইউনিয়নের কমরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।


 
বাবুল বাংলানিউজকে জানান, রাতে উপজেলার বলাউরা গ্রামে বেয়াইর বাড়ি থেকে টাকাগুলো নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এলে পেছন থেকে আসা দু’টি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় করে ছয়-সাতজন ছিনতাইকারী গতিরোধ করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
  
বাবুলের বেয়াই ফিরোজ মিয়া বলেন, বিদেশ যাওয়ার জন্য বেয়াইকে দুই লাখ টাকা দেন। ওই টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইর শিকার হন।
 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন রশীদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতের খোঁজ-খবর নিয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এনইউ/টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।