ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভাটারা ও মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোরে মালিবাগ-মৌচাক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নৈশ প্রহরী তবির শেখ (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে ভাটারায় বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দেয়।

এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী তবির শেখের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত তবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দু’জনই ভাটারা এলাকায় থাকতেন।

শিহাব উদ্দিন জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে, ভোর সাড়ে ৫টার দিকে মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনা অজ্ঞাতপরিচয় (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।  

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি সূত্র জানায়, ভোরে এক ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।  

ওই ব্যক্তি জানান, মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনা আহত অবস্থায় পড়েছিল ওই নারী। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।  

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।