ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
আশাশুনিতে জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তপন কুমার পাইন নামে এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার সময় বুধহাটা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। তপন কুমার পাইন বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে।

তপন কুমার বাংলানিউজকে জানান, রাতে ডাকাতরা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে বেঁধে ফেলে। পরে তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পুলিশ অভিযানে নেমেছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।