ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
রাজবাড়ীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে সুমন খান ওরফে আহমেদ নিলয় (১৮) নামে প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুমন ওই গ্রামের মো. আব্দুল কাদের খানের ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন তত্তিপুর এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য সুমন প্রশ্ন বিক্রির কার্যক্রম চালাচ্ছে। ভোর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। প্রতারণার উদ্দেশে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে সরবরাহ করতে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেইজ চালু করেন তিনি। র‌্যাবের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে এসব কথা স্বীকার করেন তিনি।

আটক ব্যক্তিকে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।   

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।