ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ পাচারকারী আটক বিজিবি সদস্যদের হেফাজতে স্বর্ণ পাচারকারী শাহাবুদ্দিন। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণেরবারসহ শাহাবুদ্দীন (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী মসজিদ পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আটক শাহাবুদ্দিন বেনাপোলের পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে বেনাপোলের পুটখালী মসজিদ পোস্টের সামনে থেকে শাহাবুদ্দিন একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে ইঞ্জিনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।