ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বাঘাইছড়িতে ভারতীয় নাগরিক আটক আটক ভারতীয় নাগরিক রাজেশ রায়। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রাজেশ রায় (৫৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করছে পুলিশ।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহরের চৌমহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বাংলানিউজকে বলেন, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে।

এসময় তার কাছ থেকে বাংলাদেশি এক হাজার ৪৯৩ টাকা, বাংলাদেশি বিভিন্ন দৈনিক পেপার এবং গুরুত্বপূর্ণ তথ্য-সংবলিত কাগজপত্রও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ভারতের আসামরাজ্যে বাস করেন। তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।