ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কোনাবাড়ী আমবাগ এলাকায় ট্রাকচাপায় মোসা. জেলমাতুন (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী-সাকাশ্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

জেলমাতুন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চরগৌরব মণ্ডল এলাকার মৃত ওসমান আলীর মেয়ে।

তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।  

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে জানান, কোনাবাড়ী-সাকাশ্বর সড়কে রাস্তা পার হচ্ছিলেন জেলমাতুন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।