ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পৃথক ধর্ষণ মামলার ২ আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
পৃথক ধর্ষণ মামলার ২ আসামি আটক

ঢাকা: আশুলিয়ায় এক শিশুকে ধর্ষণ ও গাজীপুরে আরেক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুইটি মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি বলেন, বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর এলাকা থেকে ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (৪২) আটক করা হয়েছে। তিনি আশুলিয়ায় চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্রী (৯) ধর্ষণ মামলার আসামি। এছাড়া টঙ্গী থেকে রিফাতকে (১২) আটক করা হয়েছে। রিফাত গাজীপুরের গাছা থানাধীন শফিপুর এলাকায় চাঞ্চল্যকর শিশু ‍‍(৫) ধর্ষণ ও হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।