ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
টাঙ্গাইলে ট্রাকচাপায় নারী নিহত  ঘাতক ট্রাকটি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর বাজার এলাকায় ট্রাকচাপায় ছায়া (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-তারাকান্দি সড়কের এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ওই বাজারের রাস্তার পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক ছায়াকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রয়ারি ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।