ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা

সিরাজগঞ্জ: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে সিরাজগঞ্জ শহরের আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

এর আগে দুপুরে পৌর এলাকার হোসেনপুরে আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

  

আদালতের পেশকার মিলন সরকার বাংলানিউজকে বলেন, ভেজালবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার হোসেনপুরের আলামিন ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেক পণ্য উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ তারিখ না দেওয়া, ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকা ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার অপরাধে ফ্যাক্টরির ম্যানেজার মো. পিন্টু শেখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।