ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

আদর্শ ধারণকারীরাই প্রকৃত মুক্তিযোদ্ধা: মন্ত্রী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আদর্শ ধারণকারীরাই প্রকৃত মুক্তিযোদ্ধা: মন্ত্রী ঢাবিতে এক সেমিনারে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতা যুদ্ধের মতো সেই আত্মত্যাগে বলীয়ান হয়ে যারা আদর্শ ধারণ-লালন-পালন করে যাচ্ছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হাক্কানী মিশন বাংলাদেশ ২৯ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সত্য প্রতিষ্ঠায় জাতিকে উদ্বুদ্ধ করার এখনই সময়’ শীর্ষক সেমিনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান এবং হাক্কানী মিশন বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এ. কে. এম সোহেল আহমেদ।

‘সত্য প্রতিষ্ঠায় জাতিকে উদ্বুদ্ধ করার এখনই সময়’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ্ ড. মোহাম্মদ আলাউদ্দিন আলন।

মন্ত্রী বলেন, আমাদের জাতীয় জীবনে স্বাধীনতা এসেছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। সেখানে তাদের একটাই সত্য ছিল, এদেশ স্বাধীন করতে হবে। সেই আত্মত্যাগে বলীয়ান হয়ে যারা সেই আদর্শ ধারণ-লালন-পালন করে যাচ্ছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। যারা শহীদ হয়েছেন তারা ছিলেন নিজেদের সত্যে প্রতিষ্ঠিত। এ বাংলায় সত্য প্রতিষ্ঠায় যারা বা যে প্রতিষ্ঠানগুলো নিরলস কাজ করে যাচ্ছে তাদের মধ্যে হাক্কানী মিশন বাংলাদেশ অন্যতম। সূফী সাধক আনোয়ারুল হক আশীর্বাদপুষ্ট এ সংগঠনটি সমাজে সত্য প্রতিষ্ঠায় রীতিমতো যুদ্ধ ঘোষণা করে এগিয়ে চলেছে।

অধ্যাপক মীজানুর রহমান বলেন, এ মহাবিশ্বের তুলনায় আমি অতি তুচ্ছ। আমাদের চারপাশের বইয়ে অনেক কিছু লিখা আছে, এগুলো সব সত্য নয়। সত্যকে পেতে হলে অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে।
 
ড. এম এম মান্নান বলেন, সত্যের আড়ালে ইতিহাস আমাদের অনেক অসত্য শিখিয়েছে। টুইটার ফেসবুক আমাদের সত্যকে মাঠ থেকে সরিয়ে দিচ্ছে। মিডিয়াগুলো অনেক সময় সত্যকে অসত্য করছে। সত্য প্রকাশ করতে হলে সুস্থ মন দরকার, অপরাধী মন দিয়ে একে ধারণ করা যায় না। সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। সত্যকে ঢেকে রাখলে জাতি কখনও ভালো হতে পারে না। আমাদের দায়িত্ব হলো সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যের ইতিহাস গড়া।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।