ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রায়সাহেব বাজার সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
রায়সাহেব বাজার সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ বিক্ষোভ ও সমাবেশ করা হয়।

সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের হকাররা মিছিল নিয়ে বংশাল থানা, কোতোয়ালী থানা, সূত্রাপুর থানা এবং ওয়ারী থানার সংযোগস্থল রায় সাহেব বাজার চৌরঙ্গীতে অবস্থান নেন।

এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন হকারা।  

সমাবেশে সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসেম কবীর।  

সমাবেশে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শাহীনা আক্তার, মো. ফিরাজ, আনিছুর রহমান পাটোয়ারী প্রমুখ।  

সমাবেশে সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, একদিকে সিটি করপোরেশনের বুলডোজার ও জেল-জরিমানা অন্যদিকে পুলিশের মামলা-হামলা এবং গ্রেফতারের ফলে হকাররা দিশেহারা। সিটি করপোরেশন ও পুলিশের নির্যাতন বন্ধ না হলে হকাররা পরিবার পরিজন নিয়ে রাজপথে নামবে।  

সমাবেশ থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।