ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফের শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল পরিমাণ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ ডিসেম্বর থেকে পাঁচদিনব্যাপী এ পুষ্টি কার্যক্রম সপ্তাহ শুরু হচ্ছে। 

এ কার্যক্রমে একদিন বয়স থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৬ হাজার ১৭ জন রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুল মতিন এসব তথ্য জানান।

 

এতে জানানো হয়, প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরের ৮২ টি সেন্টারে এ পুষ্টি কার্যক্রম চলবে। প্রতিদিন অন্তত ২৭ হাজার শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে। প্রতিটি শিশুর মুয়াফ স্কেনিং করে পুষ্টির পরিমাণ নির্ণয় করা হবে।

সংবাদ সম্মেলনে ইউনিসেফের নিউট্রেশন কনসালট্যান্ট ডা. মুহাম্মদ আবদুর রহিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রঞ্জন বড়ুয়া রাজন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের  উপ-পরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।