ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বক্তাবলীতে ১৩৯ হত্যার সেই বেদনাবিধুর দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
বক্তাবলীতে ১৩৯ হত্যার সেই বেদনাবিধুর দিন ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে একাত্তরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বেদনাবিধুর দিন। ওই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার দুর্গম চরাঞ্চল বুড়িগঙ্গা নদীবেষ্টিত বক্তাবলীতে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতা যুদ্ধে নারায়ণগঞ্জে একসঙ্গে এত প্রাণের বিয়োগান্তক ঘটনা দ্বিতীয়টি নেই। স্বজন হারানোর ব্যাথা নিয়েও শ্রদ্ধার সঙ্গে প্রতিবছরই পালিত হয় এই দিবসটি। 

এদিকে স্বাধীনতার ৪৮ বছরেও নিহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ক্ষোভ।

২০০৫ সালের ২৯ নভেম্বর বক্তাবলীর কানাইনগর হাই স্কুল মাঠে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও তাতে নেই শহীদদের নামফলক। অযত্ম-অবহেলায় স্মৃতিস্তম্ভটির বেহালদশা দেখে হতাশ স্থানীয় মুক্তিযোদ্বাসহ নতুন প্রজন্ম।  

জানা গেছে, ২৯ নভেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি আক্রমণের মুখে হানাদাররা পিছু হটতে শুরু করে। এসময় তারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরামর্শে নিরস্ত্র গ্রামবাসীদের ধরে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। এদিন প্রাণ হারান শাহিদ, ফারুক, অহিদ, মনির, শাহ আলম, রহমতউল্লাহ, শামসুল, আলম, সালামত, খন্দকার, সুফিয়া, আম্বিয়া, খোদেজাসহ ১৩৯ জন নিরীহ মানুষ। পিছু হটার সময় হানাদার বাহিনী পেট্রোল ও গান পাউডার দিয়ে পুড়িয়ে দেয় বুড়িগঙ্গা-ধলেশ্বরী পাড় সংলগ্ন বক্তাবলী পরগনার, রাজাপুর ডিগ্রীর চর, মুক্তাকান্দি, গঙ্গানগর, রাম নগর, গোপাল নগর, রাধানগরসহ ২২টি গ্রাম। গত ৪৪ বছর ধরে নিয়মিত বক্তাবলী দিবস পালন করে আসছে নারায়ণগঞ্জবাসী।  

২৯ নভেম্বরের ঘটনা প্রসঙ্গে তৎকালীন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন রিজভী জানান, তারা মুজিববাহিনীর অংশ হিসেবে প্রশিক্ষণ শেষ করে বক্তাবলী ও এর আশপাশের গ্রামে অবস্থান নেন। ওই সময় বক্তাবলীতে এক-দেড়শ’ মুক্তিযোদ্ধা ছিলেন। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল হওয়ায় এলাকাটিকে নিরাপদ মনে করতেন মুক্তিযোদ্ধারা। বক্তাবলীতে অবস্থান করেই মূলত বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর বিরুদ্ধে অপারেশনের পরিকল্পনা করতেন তারা। ওই এলাকাতে তখন কমান্ডার ছিলেন সিরাজুল ইসলাম। এছাড়া জেলা আওয়ামী লীগের প্রয়াত যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজহার হোসেন, আবদুর রব, মাহফুজুর রহমান, স ম নুরুল ইসলামসহ অনেকেই থাকতেন বক্তাবলীতে।  

ঘটনার দিন অর্থাৎ ২৯ নভেম্বর ছিল প্রচণ্ড শীত। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো এলাকা। নদীবেষ্টিত হওয়ায় কুয়াশাও ছিল অনেক বেশি। ভোরের দিকে হঠাৎ করেই পাকিস্তানি বাহিনী গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। অপ্রস্তুত মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেন। উভয়পক্ষের মধ্যে সম্মুখ যুদ্ধ চলাকালে মুন্সিগঞ্জ থেকে মুক্তিযোদ্ধাদের একটি ব্যাটালিয়ন বক্তাবলীতে এসে যোগ দিলে তাদের শক্তি বৃদ্ধি পায়। তারা একত্রে হানাদার বাহিনীর সঙ্গে প্রায় চার ঘণ্টা যুদ্ধ করেন। এসময় মুক্তিযোদ্ধারা মোক্তারকান্দি কবরস্থানের সামনে কয়েকজন রাজাকারকে ধরে আগুনে পুড়িয়ে দেন। মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি আক্রমণে হানাদাররা পিছু হটতে শুরু করে। এসময় তারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরামর্শে তারা ১৩৯ জন নিরস্ত্র গ্রামবাসীকে ধরে এনে লাইন ধরিয়ে ব্রাশফায়ারে হত্যা করে।  

স্থানীয়রা জানান, ঘটনার দিন কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফারুক সরকার ডিক্রিরচর থেকে আলীরটেকের দিকে যাওয়ার সময় পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন। তাকে ধরে নিতে দেখেন তারই আপন সহোদর শহীদউল্লাহ সরকার। মসজিদে আশ্রয় নেওয়া শহীদউল্লাহ ছোট ভাইকে ছাড়িয়ে আনতে গিয়ে নিজেও আটক হন। পরে তাদের গুলি করে হত্যা করে মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেয় পাকিস্তানিরা।

সেদিন হানাদারদের হাত থেকে পালিয়ে বেঁচে যাওয়া মজিবর রহমান বাংলানিউজকে বলেন, গ্রাম থেকে যাদের ধরে এনেছে, তাদের অনেককে মেরে কবরস্থানেই ফেলে রাখা হয়েছিল। আমাদের বেঁধে উপুড় করে ফেলে রেখেছিল, এর মধ্যে হঠাৎ পাকিস্তানি কমান্ডারের ওয়্যারলেস বেজে ওঠে। যাদের বেঁধে রাখা হয়েছে সবাইকে মেরে ফেলার নির্দেশ দিতে শুনি। আমাদের নদীর পাড়ে নিয়ে যাওয়ার সময় আমি উল্টো দিকে দৌঁড়ে পালিয়ে বাঁচি।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।