ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
হাতিয়ায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলায় হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি ট্রলার থেকে আড়াই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। 

হাতিয়া কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসানের নের্তৃত্বে ওই ঘাটে অভিযান চালানো হয়।  

অভিযানে ঢাকা থেকে আসা এমভি ফারহান-৪ নামে যাত্রীবাহী একটি ট্রলার থেকে আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

তবে টের পেয়ে জালের মালিক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দ করা জালগুলো হাতিয়া মৎস্য কার্যালয়ের ফিল্ড অফিসার মো. নুর ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।